বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ডস অ্যাওয়ারর্ডে ছয় বিভাগে সেরার পুরস্কার পেলো বাঘের বাচ্চা ডিজিটাল। কমওয়ার্ডস মূলত দেশের ক্রিয়েটিভ বিজ্ঞাপন শিল্পকে উৎসাহিত করার একটি প্লাটফর্ম।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ষষ্ঠ কমওয়ার্ড পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২৩টি ক্যাটাগরির ২১টিতে সম্মিলিতভাবে পুরস্কার পেয়েছে বাঘের বাচ্চা ডিজিটাল ও অ্যাডকম লিমিটেড। সেখানেই নিজেদের শ্রেষ্ঠত্বের পুরস্কার পায় বাঘের বাচ্চা।
এলজি ইনভার্টার এসি ক্যাম্পেইনের জন্য বেস্ট লঞ্চিং ক্যাটাগরিতে গোল্ড পায় বাঘের বাচ্চা ডিজিটাল। এছাড়া বেস্ট ভিডিও ফর ওয়েব, বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইনেও স্বর্ণ পায় প্রতিষ্ঠানটি।
আরেকটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন হল এলজি’র ফ্রি অস্ট্রেলিয়া ট্রিপ ক্যাম্পেইন। এটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বিভাগে সেরা হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ২০১৫ সালে নাইলা নাঈমের এলজি টিভির বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এই বিজ্ঞাপনটিও বেস্ট ইউস অফ কনটেন্ট বিভাগে সেরা হয়।
এই অর্জনকে দারুণ উল্লেখ করে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার নাফিজুল বারি বলেন, ‘অনেকেই জানতে চায় বাঘের বাচ্চা আসলে কী সেবা দিয়ে থাকে এবং কাদের সেবা দেয়! কমওয়ার্ডসের এই সম্মাননা সব কিছুর জবাব দিয়ে দিয়েছে’।
কমওয়ার্ডস আয়োজনটিতে সহযোগিতা করেছে কান্স লায়ন্স ও দ্য ডেইলি স্টার।
অ্যাডকম লিমিটেডের সিস্টার কনসার্ন হিসেবে দুই বছর আগে যাত্রা শুরু করে বাঘের বাচ্চা ডিজিটাল।
বিবার্তা/উজ্জ্বল