২০০টন ওজন নিয়ে যে বিমান ছুটবে

২০০টন ওজন নিয়ে যে বিমান ছুটবে
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫২:৩৩
২০০টন ওজন নিয়ে যে বিমান ছুটবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
রাশিয়া সামরিক প্রয়োজনে একটি বিশাল বিমান তৈরি করছে। এর ডিজাইন শুধু আপনাকে না বরং যেকোনো ডিজাইনারকে অবাক করবে। সত্যি অসাধারণ। রাশিয়ার বৈইমানিকরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে এটি তৈরি করেছেন।
 
বিমানটি এতোটাই শক্তিশালী যে সর্বোচ্চ ২০০টন পর্যন্ত ওজন বহন করতে পারবে। সাথে সাথে এর গতি হবে সুপারসনিক বিমানের মতো ঘণ্টায় ২০০০ কিলোমিটার। এটি একবারে ৭০০০ কিলোমিটার পর্যন্ত পথ কভার করার ক্ষমতা রাখবে। 
 
বিমানটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট ৩টি পাখা। ২টি তার ডানায় ও একটি লেজের সাথে। তবে পেছনের পাখাটি সবচেয়ে শক্তিশালী। যা বিমানটিকে সর্বোচ্চ শক্তিতে পৌঁছতে সাহায্য করবে। ওঠানামা করার জন্য দেয়া হয়েছে এক গাদা চাকা। বিমানটির আকারের তুলনায় এর পাখাগুলো অনেক ছোট করে তৈরি করা হয়েছে, যাতে এটি যেকোনো এয়ারপোর্ট ব্যবহার করে ওঠানামা করতে পারে।
 
রাশিয়া আগামী ২০২৪ সাল নাগাদ এমন সর্বমোট ৮০টি যুদ্ধবিমান তৈরি করবে। যাতে করে পরবর্তী ৭ ঘণ্টার যুদ্ধে তারা পৃথিবীর যেকোনো প্রান্তে তাদের যুদ্ধযানসহ সৈনিক পাঠাতে পারেন।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com