স্যামসাংয়ের নতুন টিভি লাইনআপ

স্যামসাংয়ের নতুন টিভি লাইনআপ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৯:০৪
স্যামসাংয়ের নতুন টিভি লাইনআপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
২০১৬ সালের নতুন টিভি লাইনআপ দেশের বাজারে নিয়ে এলো ১০ বছর ধরে টিভি বিক্রয়ে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। টিভির এই নতুন লাইনআপ চারটি ক্যাটাগরিতে রয়েছে। এগুলো হচ্ছে- এসইউএইচডি, স্মার্ট টিভি এবং মিউজিক টিভি।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে আনুষ্ঠানিকভাবে লাইনআপের উন্মোচন করেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়াং উ লি, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস ফিরোজ মোহাম্মদ এবং টিভি ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম।
 
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পরিবেশকদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার এবং অন্যান্য স্টেকহোল্ডাররা।
 
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ‘আকর্ষণীয় ডিজাইনের টিভি নিয়ে আসার মাধ্যমে স্যামসাং ঘরোয়া বিনোদনের ধারণা পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা, বাজেট ও লাইফস্টাইলকে বিবেচনায় রেখে স্যামসাং টিভি বাজারে নিয়ে আসা হয়েছে’।
 
তিনি বলেন, ‘নতুন এসইউএইচডি টিভিগুলোতে কোয়ান্টাম ডট ডিসপ্লেসহ আমরা নিয়ে আসতে যাচ্ছি সবচেয়ে সেরা মানের পিকচার কোয়ালিটি। নতুন টিভি লাইনআপের সাথে স্যামসাং নিয়ে এসেছে বৈশ্বিক উদ্ভাবনসমূহ যা বাংলাদেশী গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে’।
 
কোয়ান্টাম ডট ডিসপ্লেসমৃদ্ধ নতুন এই এসইউএইচডি টিভিগুলোতে থাকছে কোয়ান্টাম ডট কালার এবং এইচডিআর ১০০০ যা, ডিসপ্লের কালারের গুণগতম মান, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং ডিটেইলসকে আরও স্পষ্ট করবে।
 
নতুন এই এসইউএইচডি প্রযুক্তি নিয়ে এসেছে বিশ্বের প্রথম বেজেল-লেস কার্ভড ডিজাইন, যার ফলে আমাদের সম্মানিত গ্রাহকরা পাবেন অতুলনীয় বিনোদন অভিজ্ঞতা।
 
বাংলাদেশী গ্রাহকদের চাহিদাকে পূরণ করতে নতুন রেঞ্জের এই স্মার্ট টিভিগুলোতে যোগ হয়েছে উদ্ভাবনী সব ফিচার। এই স্মার্ট টিভিগুলো স্মার্ট ইন্টারফেস, স্মার্ট কন্টেন্ট, স্মার্ট কনভারজেন্স এবং স্মার্ট প্লেসম্পন্ন, যা অবিশ্বাস্য স্মার্ট টিভি অভিজ্ঞতা দিতে সক্ষম। 
 
এছাড়াও, নতুন রেঞ্জের আইকনিক ডিজাইনের এই মিউজিক টিভিগুলো এবং ইনটিগ্রেটেড সাউন্ড স্টেশন নিশ্চিত করবে পরিস্কার ও স্পষ্ট শব্দ যাতে গ্রাহকরা পাবেন টিভি দেখার বাড়তি অভিজ্ঞতা।
 
গ্রাহকরা স্যামসাং ব্র্যান্ড স্টোরসমূহ এবং স্যামসাংয়ের অনুমোদিত ডিস্ট্রিবিউটরসমূহ থেকে এই নতুন টিভি লাইনআপগুলো পাবেন। স্যামসাং অনুমোদিত স্টোরগুলো হচ্ছে- ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‌্যাংগস, সিঙ্গার এবং ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড।
 
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে ফেসবুকের এই https:// www.facebook.com/SamsungBangladesh/  লিংকে।
 
বিবার্তা/উজ্জ্বল/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com