ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় : পলক

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় : পলক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১৫:৩৭
ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় : পলক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
এটা আজ প্রমাণিত সত্য যে, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। বাংলাদেশ এখন ল্যাপটপ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এক সময় যা ছিল কল্পনার বাইরে।
 
বৃহস্পতিবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ওয়ালটনের ল্যাপটপ উদ্বোধনের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক এ কথা বলেন। 
 
পলক বলেন, ইনটেল, মাইক্রোসফট এবং ওয়ালটনের যৌথ উদ্যোগে বাজারজাতকৃত ল্যাপটপ প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল অাব্দুল মুহিত। অন্যদের মধ্যে বেসিস সভাপতি মোস্তফা জাব্বার, ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম রেজাউল আলম, ইন্টেল কর্পোরেশনের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর, মাইক্রোসফট প্রতিনিধি পুবুদো বাসানায়েকে প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
বিবার্তা/রোকন/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com