সোশাল মিডিয়া, মোবাইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, বিগ ডেটা এবং রিয়েল টাইম মার্কেটিংসহ ডিজিটাল মার্কেটিং বিষয়ে ধারণা দিতে একটা সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর ফার্মগেটেস্থ বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
আয়োজন বিষয়ে বিটপি লিও বার্নেটের ডিজিটাল কমিউনিকেশনস ডিরেক্টর নওশের রহমান বলেন, ‘আমরা শুধু নিজেদের জন্য আন্তর্জাতিক মানের একটি কনফারেন্স আয়োজন করতে চাচ্ছিলাম। কিন্তু পরে ভেবে দেখলাম, ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে করলে সবারই উপকার হবে। ডিজিটাল বাংলাদেশ আন্দোলন আরও একধাপ সামনের দিকে এগিয়ে যাবে। এজন্যই এরকম একটি উদ্যোগ নেয়া আমাদের’।
আয়োজনের স্পন্সর হিসেবে আছে ডি-মানি। ডি-মানির অন্যতম উদ্যোক্তা সোনিয়া বশির কবির বলেন, ‘আমরা বরাবরই নতুন কিছুর সঙ্গে যুক্ত থাকতে আগ্রহী। ডিজিটাল মার্কেটিং সেক্টরে বাংলাদেশের তরুণদের অমিত সম্ভাবনা রয়েছে। এই কনফারেন্স থেকে আমরা পুরো ইন্ডাস্ট্রি লাভবান হবে বলে আমার বিশ্বাস।’
আয়োজকরা জানান, এই সম্মেলনে প্রায় ২০টি কেস স্টাডি নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে। সাথে থাকবে ক্রিয়েটিভ কাজের উদাহরণ এবং ক্লায়েন্ট ও তাদের এজেন্সি’র সাক্ষাৎকার। পাশাপাশি পুরস্কার পাওয়া প্রতিটি কেস স্টাডি’র শিক্ষনীয় মূল বিষয়গুলো তুলে ধরা হবে।
সম্মেলনটি আন্তর্জাতিক কনফারেন্সটি দি বেস্ট অফ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ট্যুর ২০১৬ -এর অংশ। এই ট্যুর জানুয়ারি ২০১৬ এ রিগা-তে শুরু হয়ে অ্যামস্টারড্যাম, ইস্তানবুল, ম্যনিলা, কুয়ালালামপুর প্রভৃতি জায়গায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এই আয়োজনের স্পন্সর হয়েছে ফিনান্সিয়াল টেকনোলজিভিত্তিক (ফিনটেক) প্রতিষ্ঠান ডি-মানি।
উল্লেখ্য যে, এই কেস স্টাডিগুলো পি অ্যান্ড জি শিক্ষা, ওল্ড স্পাইস ইন্ডিয়া, শেল্, ভক্সওয়াগন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, রেড বুল, অ্যাডকক ইনগ্রাম, ডেল, স্নিকার্স, ম্যাকডোনাল্ডস ও আরো অনেক বিশ্বখ্যাত ব্র্যান্ডের ক্যাম্পেইনের উপরে ভিত্তি করে তৈরি করা।
আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে http://best-marketing.eu/events/bangladesh/ এই লিংকে।
বিবার্তা/উজ্জ্বল