অনহাব রাউটারটি উন্নত সংস্করণ ও নতুন নামে বিশ্বের প্রযুক্তি বাজারে আনছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান গুগল। এই সংস্করণে থাকছে বাড়তি নতুন কিছু ফিচার। এটির নাম হবে ‘গুগল ওয়াই-ফাই’ রাউটার।
আগামী ৪ অক্টোবর পিক্সেল স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে নতুন ওয়াই-ফাই রাউটারটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
‘গুগল ওয়াই-ফাই’ রাউটারের বিশেষত্ব হলো ওয়াই-ফাইয়ের জোন বাড়াতে ও নেটওয়ার্ক শক্তিশালী করতে এটির মাধ্যমে সংযোগ করা যাবে বেশ কয়েকটি রাউটার। দেখতে অনকটা অ্যামাজন ইকোডটের মতো বলে এটি যে কোনো স্থানে সহজে বহন করা সম্ভব হবে।
উন্নত প্রযুক্তির এই রাউটারটির মূল্য রাখা হয়েছে ১২৯ মার্কিন ডলার।
সূত্র: টেকক্রাঞ্চ ও অ্যান্ড্রয়েডপুলিশ
বিবার্তা/উজ্জ্বল