নবায়ন না হলে ১৬০ কলসেন্টারের লাইসেন্স বাতিল

নবায়ন না হলে ১৬০ কলসেন্টারের লাইসেন্স বাতিল
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৪:৫৭
নবায়ন না হলে ১৬০ কলসেন্টারের লাইসেন্স বাতিল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
আগামী ৩০ দিনের মধ্যে কলসেন্টারের লাইসেন্স নবায়ন না করলে ১৬০টি কলসেন্টারের লাইসেন্স বাতিল হিসেবে গণ্য হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 
বিটিআরসি মঙ্গলবার তাদের বিজ্ঞপ্তিতে জানায়, কলসেন্টার ব্যবসার লাইসেন্সের শর্তানুযায়ী প্রতি ৫ বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়। কিন্তু ১৬০টি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ ৫ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত প্রতিষ্ঠানগুলো নবায়নের জন্য আবেদন করেনি। ফলে এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের কোনো বৈধতা এখন নেই। এসব প্রতিষ্ঠানের অধীনে সকল কার্যক্রম করা অবৈধ হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
 
বিটিআরসি আরও জানায়, গ্রাহক স্বার্থ বিবেচনায় প্রতিষ্ঠানগুলোতে ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে। এসময়ে আবেদন না করা হলে পরবর্তীতে লাইসেন্স নবায়নের সুযোগ আর দেওয়া হবে না।  তবে কোনো প্রতিষ্ঠান লাইসেন্স নবায়নে আগ্রহী না হলে, তা বিটিআরসিকে অবহিত করার জন্য বলা হচ্ছে।
 
বিবার্তা/উজ্জ্বল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com