ছোট-বড় যেকোনো দোকান ও প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে ইনভেন্টরি সফটওয়্যার তৈরি করে দিচ্ছে বাংলাসফট। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন থেকে শুরু করে যাবতীয় তথ্য এসব সফটওয়্যারে সংরক্ষণ করা যাবে। তবে শর্ত প্রযোজ্য।
সফটওয়্যারের বিশেষ ফিচার হিসেবে রয়েছে, দোকানের মূলধন, বর্তমান স্টক, টোটাল বিক্রি, লাভ ক্ষতি, মোট ব্যালেন্স, বাকি, দোকানের মালের বিবরণ, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সব তথ্যই সংরক্ষণ করা যাবে।
সব ধরণের প্রতিষ্ঠানের প্রয়োজনের কথা মাথায় রেখে এর বিভিন্ন মডিউল সাজানো হয়েছে। স্মার্টফোন, ট্যাব কিংবা কম্পিউটারসহ যেকোনো অপারেটিং সিস্টেমে চালানো যাবে। তাই ব্যবসার হিসাব রাখার সুবিধা পাওয়া যাবে।
সফটওয়্যার সম্পর্কে বাংলাসফটের বিক্রয় ম্যানেজার মো. সোহেল রানা বিবার্তাকে বলেন, ‘আমরা ইতোমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের উপযোগী করে সফওয়্যার তৈরি করেছি। গ্রাহকরা নিলে প্রতিষ্ঠানের নাম দিয়ে বিক্রি করা হবে। যারা সফটওয়্যার নিবে তাদের শর্ত সাপেক্ষে নিতে হবে’।
শর্ত বিষয়ে তিনি বলেন, ‘একটা সফটওঢয়্যার তৈরি করতে অনেক খরচ হয়। তাই এর মূল্য অনেক। সব ব্যবসায়ীরা এটি কিনতে পারে না। ব্যবসায়ীদের সুবিধার্থে কেনার সময় কোনো টাকা নেয়া হবে না। ব্যবসায়িকরা বিনামূল্যে সফটওয়্যার কিনতে পারবেন। কিন্তু এর সার্ভিস চার্জ হিসেবে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা বাংলাসফটকে দিতে হবে’।
এই অফার বিষয়ে বিস্তারিত জানতে ফোন করা যাবে: ০১৯১২০১৩১৭০ এই নম্বরে।
বিবার্তা/উজ্জ্বল