ভারতে রেলস্টেশনগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবার সাফল্যের পর এবার ক্যাফে, শপিং মল, বাসস্ট্যান্ডের মতো এলাকাগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেবে মার্কিন বহুজাতিক সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। বর্তমানে ভারতে প্রতি মাসে প্রায় ৩৫ লাখ ব্যবহারকারী এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করছে।
সম্প্রতি ভারতে গুগল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গুগল স্টেশন’ নামের এ কার্যক্রমের ঘোষণা দেন গুগলের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত।
গুগল জানিয়েছে, বর্তমানে ভারতের ৫২টি রেলস্টেশনে গুগলের ওয়াই-ফাই সেবা চালু রয়েছে। প্রতিদিন ইন্টারনেট প্রায় ১৫ হাজার ব্যবহারকারী পাওয়া যায়, যাদের অভিষেক ঘটেছে গুগলের এই ওয়াই-ফাইয়ের মাধ্যমে।
তাই কী করলে আরো বেশি ব্যবহারকীরর কাছে তাদের এই সেবাটি পৌঁছে দেয়া যায় এ বিষয়ে সবার গঠনমূলক মতামত আশা করেন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা থাকলে শিগগিরই ভারতের সাবার কাছে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেয়া সম্ভব হবে।
সূত্র: ইউকেডটনিউজ ও ম্যাশেবল
বিবার্তা/উজ্জ্বল