অফিস চলাকালে যেসব কর্মীদের ফেসবুক চালানো নিষেধ করা হয় শুধু তাদের জন্য গত বছরের জানুয়ারি মাসের শুরুতে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামে অফিস সংস্করণের বেটা ভার্সন চালু করা হয়। আগামী কয়েক সপ্তার মধ্যেই এটি এবার সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।
তবে এটি বিনামূল্যে ব্যবহার করা যাবেনা। এর জন্য ‘পার সিট প্রাইসিং মডেল’ অনুযায়ী ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ এর ব্যবহারকারীর কাছ থেকে এক থেকে পাঁচ ডলার নেবে ফেসবুক, এর মধ্যে বিভিন্ন প্রিমিয়াম ফিচারের সংস্করণের জন্য আবার ব্যবহারকারী প্রতি ১৫ ডলার নেয়া হবে।
ফেসবুক অ্যাট ওয়ার্কে বিশেষ ফিচার হিসেবে থাকছে, নিউজফিড, টাইমলাইন, ওয়ার্ক চ্যাট, পোস্ট, গ্রুপ, পেইজ, সার্চ ও ইভেন্টস।
ফেসবুক অ্যাটওয়ার্ক সহকর্মীদের পারস্পরিক যোগাযোগে ই-মেইলের আরো উন্নত বিকল্প হিসেবে সেবা দেবে। তবে এটা ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা হবে।
এখানে শুধু কর্মস্থলের নির্ধারিত কাজ সম্পর্কিত স্ট্যাটাস বা ছবি আপলোড করা যাবে। আর এসব পোস্ট শুধু ওই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরাই দেখতে পাবেন। এতে ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের অনুসরণ বা ফলো করার সুযোগও থাকবে। এখানে গেম খেলার সুযোগ থাকবে না।
এই সংস্করণে যে কোন প্রতিষ্ঠানের কর্মচারীরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে কেউ যদি ব্যক্তিগত নিরাপত্তার উদ্দেশ্যে খুলতে চায় তাকে আলাদাভাবে খুলতে হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
সব দেশেই কিছু প্রতিষ্ঠান আছে যেখানে অফিস চলাকালে কর্মীদের ফেসবুক চালানো নিষিদ্ধ করে থাকে। কেননা কাজের বাহিরে ফেসবুকে গেম খেলা কিংবা আড্ডা দিয়ে সময় পার করা যায়। আর এমন কথা মাথা রেখেই ফেসবুক অফিস সংস্করণ আনার ঘোষণা দেয়।
সূত্র: টেকক্রাঞ্চ ও ইন্ডিয়ানএক্সপ্রেস
বিবার্তা/উজ্জ্বল