রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র ঐক্য ফোরাম। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আর্নিকা তাসমীম মিতু, সরকার আল ফোরকান, খাইরুল ইসলাম রাতুল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সরকার ভারতীয় স্বার্থে মহাপ্রাণ সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লা পুড়িয়ে তাপবিদুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। যে সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মায়ের মত বাংলাদেশকে আগলে রাখে সেই সুন্দরবন ধ্বংসের যেকোনো পাঁয়তারা রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশের মানুষ যখন গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় প্রাণহানিতে আতঙ্কিত ও মর্মাহত সেই সুযোগে সরকার অত্যন্ত ন্যাক্কারজনকভাবে রামপাল চুক্তি সম্পন্ন করে।
নেতৃবৃন্দ বলেন, পৃথিবীতে সুন্দরবন মাত্র একটাই। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে। তাই সুন্দরবন ধ্বংসের সকল চক্রান্ত রুখে দিয়ে সুন্দরবন রক্ষার আন্দোলনে সর্বোচ্চ শক্তি নিয়ে অংশগ্রহণের জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ আগামী ২৮ জুলাই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
বিবার্তা/বিপ্লব/রয়েল