ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক জানিয়েছেন, ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম যতদ্রুত সম্ভব চালু করা হবে।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, শুধু বিদেশি নয়, বাংলাদেশিদেরও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, নিরাপত্তার কারণে গত ২৭ জুলাই বাংলাদেশে সাময়িকভাবে সব অফিস বন্ধ ঘোষণা করে ব্রিটিশ কাউন্সিল। বর্তমানে ঢাকায় দুটিসহ দেশে ব্রিটিশ কাউন্সিলের চারটি অফিস রয়েছে।
বিবার্তা/রোকন/কাফী