মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাশেমকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে রাত ১টার দিকে পল্লবী থানায় অভিযোগ করা হয়।
পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মানিক জানিয়েছেন আহমেদ বিন কাশেমের পরিবার অভিযোগ করতে থানায় এসেছেন।
আহমেদ বিন কাশেমের আটকের বিষয়ে এসআই মানিক বলেন, ‘আমরা এই নামে কাউকে আটক বা গ্রেফতার করিনি। আহমেদ বিন কাশেমের পরিবারের সদস্যরা এমন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন। তারা ওসি (তদন্ত) স্যারের সঙ্গে কথা বলেছেন। আমরা এ বিষয়ে আর বেশি কিছু জানি না।’
এদিকে মীর কাসেম আলীর মেয়ে সাহেরা তাসনিম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, তার ভাইকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কে আহমেদ বিন কাসেমের বাসায় রাত ১১টার দিকে সাদা পোশাকে পুলিশ আসে। তারা আহমেদ বিন কাসেমকে তুলে নিয়ে যায়। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও লিখিত অভিযোগ করা হয়নি।
বিবার্তা/ডিডি/ইফতি