বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেছেন, কোনো ধর্মই সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। যে করেই হোক এদেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদকে নির্মূল করতে হবে। সরকার জঙ্গিবাদ নির্মূলে বদ্ধ পরিকর। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জঙ্গিবাদ নির্মূলে সহায়তা করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদিদের বাংলার মাটিতে ঠাঁই নেই।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ কোন রাজনৈতিক বা দলীয় সমস্যা নয়, এটা রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন। এটাকে নির্মূল করতে হলে রাজনীতিবিদদের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মু. আ আউয়াল তালুকদার, নির্বাহী সভাপতি ওয়েজ আহম্মদ, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বিবার্তা/বিপ্লব/রয়েল