রাজধানীর বাড্ডায় দামাইখালে ডুবে যাওয়া দুই যুবককে উদ্ধারের পর নিখোঁজ হয়েছেন এক পিকআপ চালক। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দামাইখালের তিন নম্বর বেনাইত ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পিকআপ চালকের নাম সারোয়ার (২৯)। তিনি উত্তর বাড্ডার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পাশে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি খালের পানিতে পড়ে গেলে তাদের দুই জন ফুটবলটি তুলে আনতে গিয়ে তলিয়ে যেতে থাকে। পাশ দিয়ে এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার খাল থেকে তাদের উদ্ধার করেন। পরে ফুটবলটি তুলে আনার জন্য নেমে নিখোঁজ হন তিনি।
পুলিশ কর্মকর্তা জলিল জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ওই পিকআপ চালককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিবার্তা/আমিন/রয়েল