রাজধানীর বিমানবন্দর থানার ফায়দাবাদ কোর্টবাড়ি ও কাওলা রেলগেট এলাকায় মঙ্গলবার ট্রেন দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মলিন্দ্র কুমার সিংহ ( ৩০)।
অপরজন অজ্ঞাত পুরুষ। তার বয়স আনুমানিক ৭০। জিআরপি থানা পুলিশ দু’জনের লাশ উদ্বার করেছে।
বিমানবন্দর রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ফায়দাবাদ কোর্টবাড়ি রেলগেট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মলিন্দ্র কুমার সিংহ ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি মৌলভী বাজার জেলার কমলগঞ্জ থানার তিলকপুর গ্রামে।
অপর দিকে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের দক্ষিণ পাশে কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিল্ক সিটি এক্রপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার পরনে ছিল হাফ হাতা নীল রংয়ের গেঞ্জি ও খয়েরি রংয়ের চেক লুঙ্গি।
বিবার্তা/রোকন/কাফী