শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে মডেল বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়র নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।
তিনি বলেন, শেকৃবিকে কৃষিবান্ধব ভবিষ্যৎ নাগরিকের পাশাপাশি আধুনিক, সময় উপযোগী করে গড়ে তোলাসহ শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি করা হবে।
বোয়াফের পক্ষ থেকে নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বোয়াফের সহ-সভাপতি বদরুদ্দোজা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।
বিবার্তা/বিজ্ঞপ্তি/ইফতি