মুদি দোকানিকে হামলার দায় স্বীকার আইএসের

মুদি দোকানিকে হামলার দায় স্বীকার আইএসের
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ১৭:৫৮:২৭
মুদি দোকানিকে হামলার দায় স্বীকার আইএসের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের নরসিংদীতে মুদি দোকানিকে কুপিয়ে আহত করার একদিন পর আইএস দাবি করছে, ঘটনাটি তারা ঘটিয়েছে।

জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স আইএসের বার্তা সংস্থা আমাককে উদ্ধৃত করে এ তথ্য দাবি করেছে।

হামলার শিকার হওয়া চিত্তরঞ্জন আর্য্য মন্দিরের পাশে দোকান চালাতেন। মঙ্গলবার রাতে হামলার সময় দোকানেই ছিলেন তিনি। তবে সাইট ইন্টেলিজেন্স আহত চিত্তরঞ্জনকে পুরোহিত বলে দাবি করে।  

তবে জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলছেন, এর পেছনে পূর্বশত্রুতা কাজ করতে পারে। সব খতিয়ে দেখা হচ্ছে।

চিত্তরঞ্জন আর্য্যকে টার্গেট করার কোনো কারণ রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত শত্রুতা থেকে করতে পারে।

পুলিশ সুপার বলছেন, যেহেতু মন্দিরের পাশে দোকান, তাই হয়তো ধারণা করা হচ্ছিলো সেই সেবায়েত বা পুরোহিত। আসলে এই মন্দিরের কোনো সেবায়েত নেই।

পুলিশের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার রাতে একটি মোটর সাইকেলে করে তিন জন চিত্তরঞ্জন আর্য্যর দোকানের সামনে আসে। এর মধ্যে দুজন মুখোশ পরিহিত ছিলো এবং তারাই কুপিয়ে মিস্টার আর্য্যকে আহত করে। সূত্র : বিবিসি

বিবার্তা/ফারিজ
 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com