প্রায় চার ঘণ্টা বসিয়ে রাখার পরও বিদেশ যেতে দেয়া হয়নি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারলাইন্সে ওমান যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ওমান বিএনপির এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপির এ নেত্রীর।
জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওমানে একটা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল আমার। কিন্তু বিমানবন্দরে সাড়ে চার ঘণ্টা বসিয়ে রেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে যেতে দেয়নি।
তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা আমাকে জানান, ‘গোয়েন্দা ক্লিয়ারেন্স না থাকায় আমরা আপনাকে যেতে দিতে পারছি না।’
তিনি আরো বলেন, বৈধ পাসপোর্ট-ভিসা থাকতে কাউকে বিদেশ যেতে না দেয়া সংবিধানবিরোধী।
এ দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ (সিনিয়র এএসপি) কাদেরি বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না থাকায় তাকে যেতে দেয়া হয়নি।’
এর আগে, তুরস্কের ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জুরিস্ট কাউন্সিলের আয়োজনে ১৯ থেকে ২৩ মে একটি কনফারেন্স হয়েছিল। ওই করফারেন্সে অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তখনো তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির এই নেত্রী।
ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, ‘বিদেশ যেতে যদি বিমানবন্দরে বাধা দেয়া হয় তাহলে আদালত তাকে জানাতে বলেছেন। কিন্তু এরা (বিমানবন্দর কর্তৃপক্ষ) আদালতের কথাও শোনে না। যেহেতু শুক্রবার অনুষ্ঠান, সেহেতু আদালতে জানালেও তো আমি সে অনুষ্ঠানে উপস্থিত হতে পারবো না।’
বিবার্তা/ইডি/ইফতি