রাজধানীর ফার্মগেট ও গ্রিনরোড এলাকায় সোমবার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি’র অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাত দখলকারী ৭০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
পাশাপাশি স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর অধীনে ২ জনকে ১৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৩ জনকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/রোকন/কাফী