কলকাতার শিশির মঞ্চে সোমবার পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দফতরের অধীনে ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি’ এর আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন কবি জয় গোস্বামী।
‘নজরুল ও ভক্তিগীতি’ শিরনামে নজরুল স্মারক ব্যক্তৃতা দেন সুমন ভট্টাচার্য।
এসময় নজরুলগীতি পরিবেশন করেন পলাশ চৌধুরী এবং সাকিলা সুলতানা শামস। সমবেত নজরুলগীতি পরিবেশন করেন হাতিশালা সরোজিনী মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শান্তি সংঘ শিক্ষা মন্দির ফর গার্লসের ছাত্রীরা।
জয় গোস্বামী বলেন, নজরুল ইসলামের সৃষ্টি ছিলো বহু ধারায় বিভক্ত। তাঁর সৃষ্টিকে আসলে সংরক্ষণ করেছেন সাধারণ মানুষ, তাদের হৃদয়ে এবং চেতনার মধ্যে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলামের আয়োজক সংগঠনের সহ-সভাপতি, কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী এবং পুত্রবধূ কল্যাণী কাজী।
বিবার্তা/ইডি/ইফতি