প্রকাশনা সংস্থা অ্যাডর্নের পাবলিশার অব দ্য মান্থ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে উদ্বোধন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে অ্যাডর্নের নয় শতাধিক বই আকর্ষণীয় ছাড়ে পাঠকদের হাতে তুলে দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ড. রেজাউর রহমান, ড. মোশাররফ হোসেন, ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, অধ্যাপক হারুনুজ্জামান, বিপ্রদাশ বডুয়া, কবি মাহবুব সাদিক, শিল্পী সৈয়দ লুৎফুল হক, কথাসাহিত্যিক আবুল কাসেম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, গীতিকার শহিদুল্লাহ ফরাজী, কবি ফারুক মাহমুদ, কবি মিনার মনসুর, কথাসাহিত্যিক আতা সরকার, সাংবাদিক তুষার আবদুল্লাহ, গবেষক জয়নাল হোসেন, সাহিত্যিক আহমাদ মাযহার, আফরোজা অদিতি, কবির চান্দ, ড. মোস্তাক শরীফ, কবি জুনান নাশিত, কথাসাহিত্যিক জামাল উদ্দিন, লেখক রেজাউল করিম খোকন, কথাসাহিত্যিক জয়শ্রী সরকার, কবি পারভিন প্রমুখ।
উদ্বোধনী আড্ডায় সম্প্রতি প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। মাসব্যাপী কর্মসূচিতে প্রতিদিন বিকেলে চলবে গ্রন্থচর্চা, কেমন বই, কী বই এবং বইয়ের দাঁড়ি-কমা নিয়ে লেখক-প্রকাশক-পাঠকের আড্ডা।
এ আয়োজনে অ্যাডর্ন প্রকাশিত এবিসি সিরিজের (শিশুদের উপযোগী) বই পাঠকরা সংগ্রহ করতে পারবেন ২০% ছাড়ে। কিশোরদের বই, গল্প, উপন্যাস, নাটক, কবিতা, ক্লাসিকস, প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ, অর্থনীতি, রাজনীতি, আদিবাসী, দর্শন, ধর্ম, ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথাসহ শিশু-কিশোরদের জন্য সিরিজের বিশেষায়িত বাংলা-ইংরেজি ভাষায় লেখা অন্যান্য বই সংগ্রহ করতে পারবেন ৩০% ছাড়ে।
বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী