ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চারজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলো- কেরানীগঞ্জের বেলনা এলাকার শাওন (৬) ও শাহিন (৪)।
কেরানিগঞ্জ মডেল থানার ওয়্যারলেস অপারেটর মাইন উদ্দিন জানান, সকালে শাপ্তা এলাকার ক্রাউন মেলামাইন কারখানার সামনে একটি নোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটির বেশিরভাগ অংশ খাদের পানিতে ডুবে যায়। এসময় গাড়িতে থাকা দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো চার যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক মহরম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/নাজিম/লিয়ন