মীর কাসেমের লাশ পাকিস্তান পাঠানোর দাবি বোয়াফের

মীর কাসেমের লাশ পাকিস্তান পাঠানোর দাবি বোয়াফের
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ০০:২৯:১১
মীর কাসেমের লাশ পাকিস্তান পাঠানোর দাবি বোয়াফের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
কুখ্যাত রাজাকার, মানবতাবিরোধী অপরাধী আলবদর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তার লাশ পাকিস্তানে পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।
 
শনিবার  সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্লগার রফিকুল ইসলাম রাকিবের পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।
 
বার্তায় বোয়াফ প্রতিষ্ঠাতা কবীর চৌধুরী তন্ময় বলেন, নাৎসি যুদ্ধাপরাধী এরিকপ্রিক ও রুডলফের মতো বাংলাদেশের অভিশাপ মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসির পর তার মরদেহ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া সরকারের দায়িত্ব ও কর্তব্য।
 
অন্য যুদ্ধাপরাধীদের মরদেহ বাংলার মাটিতে দাফন করার সমালোচনা করে বোয়াফ প্রতিষ্ঠাতা বলেন, মীর কাসেম আলীদের মতো স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ও মানবতাবিরোধী অপরাধীদের বাংলার মাটিতে পুলিশি প্রটোকলে দাফন করা চরম ভুল, ভবষ্যিতে যার চরম মূল্য দিতে হতে পারে।
 
কবীর চৌধুরী তন্ময় বলেন, পাকিস্তান তাদের পেয়ারে সন্তান শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলবদর সদস্য ঘৃণ্য অপরাধী মীর কাসেম আলীর মরদেহ নিতে না চাইলে বাংলার মাটিকে পবিত্র রাখার জন্য তা সাগরে ফেলে দেওয়া হোক।
 
বিবার্তা/বিজ্ঞপ্তি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com