বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড পরিচালিত দেশের প্রথম ফটোগ্রাফি ই কমার্স সাইট 71Pix.com চলতি বছরের ৩-৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপি রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে আয়োজন করতে যাচ্ছে “Words of Light” শিরোনামে ছবি প্রদর্শনী।
দৃক গ্যালারিতে প্রদর্শিত ছবিগুলি একইসময়ে 71Pix.com এর সাইটও (www.71pix.com ) প্রদর্শিত হবে যা বাংলাদেশে এই প্রথম।
এ ছাড়া আলোকচিত্রীরা প্রথমবারের মতন 71Pix.com পোর্টালের মাধ্যমে ৭ সেপ্টেম্বর, ২০১৬ হতে ১ অক্টোবর, ২০১৬ পর্যন্ত ছবি জমা দিতে পারবেন। এর মাধ্যমে প্রত্যেক আলোকচিত্রী তাদের ছবির একটি ভার্চুয়াল গ্যালারি পাচ্ছেন।
“Words of Light” ছবি প্রদর্শনীতে “Single photo” এবং “Photo story” বিভাগের ছবি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীরা ভিজিট করুন www.71pix.com এর সাইটে ।
প্রদর্শনীতে বিচারক হিসাবে থাকবেন দেশের খ্যাতনামা আলোকচিত্রী শিল্পী আবির আব্দুল্লাহ ও তানভীর মুরাদ তপু।
বিবার্তা/মৌসুমী/হুমায়ুন