বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সোহেল রানা (৩২) নামে এক রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৬ আগস্ট থেকে তিনি নিখোঁজ। বিশ্ববিদ্যালয়ের মানসিক বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা এ বিষয়ে নির্বিকার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এম এস আই মল্লিকের অধীনে সোহেল রানাকে ৯ জুলাই মানসিক বিভাগে ভর্তি করা হয়। ১২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
২০০২ সালে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর থেকে সোহেল রানা মানসিকভাবে অসুস্থ। তিনি নওগার তিলকপুরের শ্রীধরপুর গ্রামের দরিদ্র আছির উদ্দিনের একমাত্র ছেলে। সন্ধান না পেয়ে তার দরিদ্র পিতা-মাতা পাগল প্রায়।
তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং কালো, উভয় কান ফোঁড়ানো। পরনে ছিল ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি। শাহবাগ থানায় গত ৫ আগস্ট জিডি করা হয়েছে (নং ৩৪৯)। কোন সহৃয়য়বান ব্যক্তি সন্ধান পেলে ০১৯১৫৬৮৪২২৮, ০১৭২১১৯৫৫২৫ নম্বর মোবাইল ফোন অথবা শাহবাগ থানায় যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিবার্তা/প্লাবন