পুলিশের ‘মিস ফায়ারে’ রিকশাচালক আহত

পুলিশের ‘মিস ফায়ারে’ রিকশাচালক আহত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪২:২২
পুলিশের ‘মিস ফায়ারে’ রিকশাচালক আহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের শটগানের গুলিতে মো. হানিফ (৩৫) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ বলছে, এক কনস্টেবলের শটগান থেকে অসাবধানতায় গুলি বের হওয়ায় এ ঘটনা ঘটেছে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হানিফের ডান হাত ও পিঠে গুলি লেগেছে। চিকিৎসা শেষে বিকেলে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, হানিফের শরীরে রাবার বুলেট লেগেছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তার আরো উন্নত চিকিৎসা করানো হবে। এ ঘটনায় একজন অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। 
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com