রাজধানীর কারওয়ানবাজারে বাসের ধাক্কায় শিশু নিহত হয়েছে। জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রবিউল আউয়াল (১০) নামের শিশুটি দুর্ঘটনার শিকার হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি আম্বরশাহ মাদরাসার ছাত্র ছিল। বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় তাদের বাসা।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, নামাজ শেষে শিশুটি সড়ক বিভাজকের কাঁটাতারের মাঝের কাটা অংশ দিয়ে রাস্তা পার হতে যাচ্ছিল। এসময় ওয়েলকাম পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। খবর পেয়ে ছুটে আসেন শিশুটির মা রানু বেগম। তার বিলাপে অশ্রুসিক্ত হয়ে পড়েন উপস্থিত পথচারীরা।
তেজগাঁওয়ের ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান বলেন, ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় শিশুটি মারা যায়। সাভার থেকে কমলাপুর পর্যন্ত বাসটি চলাচল করে। চালক পালিয়ে গেলেও বাসটিকে কমলাপুর থেকে আটক করা হয়েছে।
কাঁটাতারের বেড়া তুলে ফেলার বিষয়ে ট্রাফিক বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সড়ক বিভাজকের কাঁটাতারের বেড়া পথচারীরাই তুলে ফেলে। এ রকম একাধিক স্থানে কাঁটাতারের বেড়া কাটা রয়েছে।
তিনি জানান, সাধারণত এই ফাঁকা জায়গা দিয়ে কারওয়ান বাজার থেকে মালামাল পার করা হয়।
বিবার্তা/রোকন/কাফী