জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদের সন্দেহভাজন খুনিরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। যেকোনো সময় তাদের গ্রেফতার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাজিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বিবার্তাকে বলেন, ইতোমধ্যে বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে বেশ কিছু তথ্য এসেছে। তথ্যগুলো যাচাই-বাছাই করে সন্দেহভাজনদের সনাক্ত করা হয়েছে। যে কোনো সময় গ্রেফতার করা হবে।
সূত্র জানায়, পুলিশের তদন্তের পাশাপাশি ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ডের তদন্ত কাজ করছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। বিভিন্ন সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হয়েছে। খুনিদের তথ্য দিয়ে তার এক বন্ধু সহায়তা করেছে। আর হত্যাকাণ্ড ঘটিয়েছে্ একটি জঙ্গি গোষ্ঠি। হত্যার সময় একাধিক সদস্য ঘটনাস্থলের আশ-পাশে উপস্থিত থাকলেও হত্যার সঙ্গে দুজন জড়িত ছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রাপুর থানার এক এসআই বিবার্তাকে বলেন, নাজিম ঢাকায় এসে কোথায় থাকছেন ও কী করছেন তা সবই জানতো তার বন্ধুরা। বন্ধুরাই তার হত্যাকারীদের তথ্য দিয়েছে। সে অনুযায়ী তাকে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, খুনিরা কাউকে হত্যা করতে চাইলে হত্যা করতে পারে না। এজন্য প্রয়োজন চলাচল, বাসা, কাজকর্ম সম্পর্কে তথ্য। সে তথ্যগুলো নাজিমের বন্ধু কিংবা তার ঘনিষ্ঠরা খুনিদের দিয়েছে।
ওয়ারী জোনের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিবার্তাকে বলেন, ব্লগার নাজিমুদ্দিনের খুনিদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সম্ভাব্য খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বিবার্তাকে বলেন, হত্যার ধরণ থেকে ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠির হাতে নাজিম খুন হতে পারেন। ছায়া তদন্ত করতে গিয়ে বেশকিছু তথ্যও মিলেছে। ওই গোষ্ঠিকে শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সুত্রাপুরের একরামপুর মোড়ে দুর্বৃত্তরা নাজিমুদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
বিবার্তা/আসাদ/বশির/মহসিন