পর্যটন ক্ষেত্রে সিলেটের একটি বিশাল সম্ভাবনা রয়েছে মন্তব্য করে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ বলেছেন, সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, পাংতুমাই, লালাখাল, রাতালগুলসহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে। তাছাড়া হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করতে প্রচুর পর্যটক সিলেটে আসেন। সিলেটের প্রাকৃতির অপরুপ সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে।
বৃহস্পতিবার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত 'ইতিহাস ঐতিহ্যে সিলেট' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব এসব কথা বলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহা পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অরূপ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, সিলেটর জেলা প্রশাষক জয়নাল আবেদীন ও পুলিশ সুপার নূরে আলম মীনা।
বিবার্তা//সাইফুর//পাভেল//মাজহার