দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর অতিথিদের জন্য আবার দরজা খুলছে হোটেল শেরাটন ওমান। ওমানের রাজধানী মাসকাটের বাণিজ্যিক এলাকা রুভিতে ১৪ তলাবিশিষ্ট হোটেলটি অবস্থিত। এটি দেশটির সর্বোচ্চ ভবনগুলোর একটি।
হোটেলের জেনারেল ম্যানেজার টমাস ভন অপসটাল জানান, নতুন হোটেলে ২৭টি স্যুইটসহ ২৩০টি রুম থাকবে। এর মধ্যে জুনিয়র স্যুইট ১৪টি, নয়টি স্টুডিও স্যুইট, দু’টি এক্সিকিউটিভ স্যুইট, একটি ডিপ্লোম্যাটিক স্যুইট এবং একটি রয়্যাল স্যুইট।
হোটেলের অতিথি ব্যবসায়ীদের জন্য থাকবে নয়টি মিটিংরুম, দু’টি বেডরুম এবং ১২শ’ বর্গমিটার আয়তন ও এক হাজার মানুষ ধারণক্ষম ওমান বলরুম। নির্মাণাধীন পার্কিং স্ট্রাকচারে তিন শ’ গাড়ি রাখা যাবে।
টমাস জানান, শিগগিরই হোটেলে বুকিং নেয়া শুরু হবে এবং অক্টোবরে অতিথিদের জন্য হোটেলের দরজা খুলে দেয়া হতে পারে।
তিনি জানান, ওমানী ঐতিহ্যের ছোঁয়া রেখে হোটেলের ভেতর-বাইরে নতুন করে সাজানো হয়েছে। এতে আছে সারা দিন খোলা খাবারঘর কোর্টইয়ার্ড, সাউথ আমেরিকান স্টেকহাউস আসাদো, আউটডোর ও ইনডোরে একাধিক সুইমিং পুল এবং একটি স্পা। সুইমিং পুলগুলো সপ্তাহের একদিনের নির্দিষ্ট সময় নারীদের জন্য সংরক্ষিত থাকবে।
শেরাটন হোটেল চেইনে তিন দশকব্যাপী কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ জেনারেল ম্যানেজার টমাস নতুন হোটেলের সাফল্যের ব্যাপারে আশাবাদী। তার মতে, শেরাটন একটি ব্র্যান্ড নেম। এছাড়া এই হোটেলের সেবার মান এতোই উন্নত যে, অর্থনৈতিক টানাপোড়েনের সময়ও ব্যবসা ভালো চলবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। সূত্র : টাইমস অব ওমান
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী