ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। নাম মিসফাত আল আবরাইন। ওমানের আল হাজার পর্বতমালার কোলে অবস্থিত ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই গ্রামটি এখন পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। তারা এখানে থাকতে পারবেন মাটির ঘরে, যেখানে আছে সব রকম সুবিধা।
পাহাড়ি এই গ্রামটিতে আছে পুরনো দিনের একটি সেচব্যবস্থা, পায়ে চলার ছোট ছোট পথ এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এ্র ছাড়া আছে একটি ধংসপ্রাপ্ত দুর্গ। ওটি যেন গ্রামটিকে পাহারা দিচ্ছে। সব মিলিয়ে এই গ্রামটিকে অনেকে বলে থাকেন পাম গাছ দিয়ে ঘেরা ছোটখাটো একটি স্বর্গ।
পর্যটকদের জন্য খুলে দেয়া হলেও তথাকথিত আধুনিকতা ঢুকতে পারেনি ওই গ্রামে। কোনো আধুনিক অবকাঠামোর দেখা মিলবে না এই নিঝুম গাঁয়ে।
এসব নিয়েই পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত এখন গ্রামটি।
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী