জটিলতাকে করিলাম আপন

জটিলতাকে করিলাম আপন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৫, ১০:৪২:৩১
জটিলতাকে করিলাম আপন
বিবার্তা ডেস্ক :
প্রিন্ট অ-অ+

জগতে রাজার ছেলে যদি রাজার মেয়েকে, ব্রাহ্মণের মেয়ে যদি ব্রাহ্মণের ছেলেকে আর আমীরের ছেলে যদি আরেক আমীরের মেয়েকে ভালবাসিত তাহলে কোনই সমস্যা দেখা দিত না।

সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হইত কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখিতে পাই রাজার ছেলে প্রজার মেয়েকে ভালোবাসিয়া রাজত্ব হারায়।

 ব্রাহ্মণের মেয়ে শূদ্রের ছেলের হাত ধরিয়া রাত্তির আঁধারে পালিয়ে যায়। আবার আমীরের ছেলে গোলামের মেয়েকে বিয়ে করে সবার চক্ষুশূল হয়।

আসলে মানুষের মনের ওপর তাহার নিজেরই পুরোপুরি কন্ট্রোল নাই। সে কখন যে কাকে অজান্তেই মনে স্থান দিয়ে ফেলে তা সে নিজেই জানে  না। লজিক দিয়ে আর যাঁহাই চলুক, মানুষের মন ভালোবাসা এগুলো চলে না।

(সাধু ভাষা ও চলিত ভাষার গুরুচণ্ডালী দোষ উপস্থিত)

মুনির মুহাম্মদ এর ব্লগ থেকে
 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com