সন্ধ্যার পর পর বাসা থেকে বউ ফোন করে বলল, "তুমি কোথায়?"
"অফিসে কেন কী হয়েছে?"
"পাশের বাসার ভাবির পেইন উঠছে। দ্রুত হাসপাতালে নিতে হবে। তুমি একটু গাড়িটা নিয়ে বাসায় চলে আসো। তোমার গাড়িটা দরকার।"
"ওকে ওকে আসতাছি। এক্ষুণি আসতাছি।" বলে অফিস থেকে বের হলাম। বাসা থেকে আমার অফিসের দূরত্ব তিন কিলোমিটার।
গাড়ি স্টার্ট দিতেই বউ এর ফোন।
"আর কতক্ষণ লাগবে কই তুমি?"
"এই তো বের হয়েছি। আল্লাহ ভরসা।"
দশ মিনিট পর আবার ফোন। "কই তুমি? আহহা আর কতক্ষণ? ভাবি ব্যথায় কাতরাচ্ছে।"
"এই তো আসতেছি। আর একটু।"
আধ ঘণ্টা পর আবার ফোন। "গাড়ি কি কচ্চপের গতিতে চালাও নাকি?"
"এই তো আসতেছি।"
"তুমি এখন কই আছো সেটা বলো?"
"দ্রুত হেঁটে গেলে কুড়ি মিনিট। দৌড়ায়া গেলে আট মিনিট লাগবে।"
"তাহলে এত দেরি হচ্ছে কেন?"
"গাড়ি ফেলে রেখে দৌড়ায়া আসি?"
"আরে নাহ। ভাবির পেইন উঠছে তুমি এসে কি করবা। দরকার তো তোমার না দরকার হচ্ছে গাড়ির।"
"অ আচ্ছা। একটু ওয়েট করো। ভাবিকে বলো একটু কষ্ট করতে...।"
এর পর আরো ছয় বার ফোন দেবার পর আর ফোন আসে না।
বাসায় পৌঁছে ভাবির দরজার সামনে দাঁড়াতেই কান্নার আওয়াজ কানে এলো। "ওয়া ওয়া ওয়া ওয়া...."
বউ দরজার সামনে এসে বলল, "হয়ে গেছে। তোমার গাড়ি আর লাগবে না।"
"আহ আরেকটু দেরি করলেই তো গাড়িতে করে......।"
"ঘড়ির দিকে চেয়ে দেখ, এক ঘণ্টা সাতান্ন মিনিট পর তুমি আসছো।" বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিলো।
ভেতর থেকে মধুর শব্দ ভেসে আসছে "ওয়া ওয়া ওয়া ওয়া....."
আমি মনে মনে বললাম, "ওয়াও"
হাবিবুর রহমান জুয়েল এর ব্লগ থেকে...