ফেবু’র একটা লাইক/ কমেন্ট পাওয়ার আশায়

ফেবু’র একটা লাইক/ কমেন্ট পাওয়ার আশায়
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৬, ১০:৫৩:৫০
ফেবু’র একটা লাইক/ কমেন্ট পাওয়ার আশায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
>ফেবুতে লাইক /কমেন্টের আশায় এই দেশেই ছোট্ট এক শিশুকে নির্যাতন করার দৃশ্য ধারণ করা হয়, কিভাবে তাকে মেরে ফেলেছে জালিমেরা তাও ভিডিও করে দেখিয়েছে...
 
>ফেবুতে লাইক/কমেন্টের আশায় আশেপাশে কোন দুর্ঘটনা ঘটলে মানুষ সেই দুর্ঘটনা থেকে সেই মানুষদের বাঁচাতে এগিয়ে না এসে ভিডিও করতে থাকে... 
 
> চলতি পথে কাউকে মেরে ফেলতে দেখলেও মানুষ এগিয়ে আসে না, আগে ভিডিও করে ... শুধু ফেবুতে সেই ভিডিও বা ছবি দেখিয়ে লাইক/কমেন্টের বন্যায় ভাসার জন্য... 
 
>এইতো দুদিন আগে পেপারে পড়লাম- নিজের বয়ফ্রেন্ডকে খুন করে সেই ভিডিও ফেবুতে দিয়েছে এক প্রেমিকা... তারপর নিজেই ধরা খাইছে... (বিদেশে, দেশটার নাম মনে নেই ) ! আবার ইন্ডিয়াতে নদীতে ডুবে এক বন্ধু মারা যাচ্ছে, অন্য বন্ধুরা তা ভিডিও করছে এই ভেবে যে অই বন্ধু বুঝি দুষ্টামি করছে... অবশেষে বন্ধুর মৃত্যু ... 
 
>>অবস্থা দেখে যা মনে হচ্ছে... শুধু ফেবুর একটা লাইক/কমেন্ট এর জন্য মানুষ মরিয়া হয়ে উঠছে- যা করা উচিৎ নয় তা করছে, যা করা উচিৎ তা করছে না... 
 
এমনিতেই এদেশের মানুষের মানবিকতা একদম উঠেই গেছে বললেই চলে... 
 
শুধু ভাবছি- ফেবুর একটা লাইক/কমেন্টের জন্য এরপর না জানি 
 
আর ও কত কি কুকীর্তি দেখতে হবে... আর আফসোস করতে হবে!
 
ঈপ্সিতা চৌধুরীর ব্লগ থেকে
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com