ঊনসত্তর টাকার গল্প !

ঊনসত্তর টাকার গল্প !
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২০:৫৫
ঊনসত্তর টাকার গল্প !
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
শুধু ঊনসত্তর টাকা ! 
তাও বুঝি সম্ভব ? 
বাইশ কেজি হলে দাঁড়িতে পাকা 
রোদ্ররশ্মি ফিকে হয়ে গেলে, 
তখনই মিলবে কড়া পড়া হাতে 
ঐ ভাঁজ করা মলিন নোটের ঊনসত্তর টাকা ! 
 
চা-বাগানে মজুর ওরা 
দিন আসে, রাত যায় শুধু নাকি খেটে খেটে 
জন্ম-জন্মান্তরে নিয়তির লাথি 
পড়ে তাই ওদেরই কালো পেটে ! 
 
ঊনসত্তর টাকায় দু’ কেজি চালও 
জোটেনা মোটে বেশী কিছু আর 
তেল নুন লাকড়ি, পথ্য বা গুড় মুড়ি 
কিছুই কি নেই তবে দরকার ?
 
ম্যানেজার সাব, কী অমানবিক আপনারা !
কী যে বলেন না মশাই ? 
উপবিষ্ট ঐ উপরতলায়, উপরের আরাম কেদারায় 
ওরাই তো মানব কসাই ! 
 
চা করে পান উষ্ণ সুবাসে 
জুড়াই দেহের ক্লান্তি 
ও যে রক্ত-পানি, নোনতা স্বাদের ঘাম 
ভাঙ্গেনা শুধু , আজীবন এই ভ্রান্তি !
 
ঐ রক্ত, ঐ নোনা ঘাম, ঐ শোষিত মানবতা 
নেই কোন দাম তার ? 
ধুর মশাই, আছে তো ! 
ঐ যে,
ঊনসত্তর টাকার ! 
 
ফেরদৌস প্রামানিকের ব্লগ থেকে
 
বিবার্তা/মহসিন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com