আধুনিক মানুষের মাঝে এই যন্ত্রটি বেশ জনপ্রিয়। কারো কারো কাছে ক্ষুদ্র এই বেতার যন্ত্রটির প্রভাব সীমাহীন। বিশেষত প্রেমিক/প্রেমিকার কাছে। কেউ কেউ তো বেশ মোটা দাগের টাকা খরচ করে বাহারি ডিজাইনের বিদেশি হেডফোন ব্যবহার করেন।হেডফোনের উপকারিতা বলতে গেলে, তেমন কিছু নেই। শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহারের জন্য এটা আমাদের কাছে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অথচ শিক্ষিতজন মাত্রই এর ব্যাপক ও মারাত্মক ক্ষতিকর দিকটা জানেন।
হেডফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের স্নায়ু, কান, হৃদপিণ্ডে অপরিমেয় ক্ষতি করে। তেমনি আমাদের জীবনেরও। কত প্রাণ যে ঝরে গেল এর কারণে সে কথা আমরা কমবেশি সবাই জানি। সদ্য বুয়েট পড়ুয়া মেধাবী ছাত্রের প্রাণ গেল এই হেডফোনের কারণে।
মা/বাবা তাদের একমাত্র ছেলেকে হারাল এই হেডফোনের কারণে। আসুন একটু সচেতন হই। নিজের প্রতি একটু যত্মশীল হই। প্রিয়, আপনার প্রাণের মূল্য আছে কিন্তু প্রাণহীন দেহের কোনো মূল্য নেই।
একটি বালু কনার ব্লগ থেকে
বিবার্তা/এমহোসেন