ঢাকাকে বড় মাপের ময়লার ভাগাড় ছাড়া কিছুই মনে হয় না

ঢাকাকে বড় মাপের ময়লার ভাগাড় ছাড়া কিছুই মনে হয় না
প্রকাশ : ০৯ মার্চ ২০১৬, ২২:০৩:১০
ঢাকাকে বড় মাপের ময়লার ভাগাড় ছাড়া কিছুই মনে হয় না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আগামি ৩ মাসের মধ্যে সকল দালান রঙ করার নির্দেশ দিয়েছেন। যে শহরে মুখে কাপড় ছাড়া বের হলে ধুলি কনার যন্ত্রণায় মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, রাস্তার পাশে রাখা গাড়িটি ঘণ্টা খানেকের মধ্যেই অচেনা রূপ নেয়। সে শহরের দালানের রঙ কয় দিন ভালো থাকবে সেটা খুব সহজেই অনুমেয়।
 
আরও বিস্তারিত লেখার পূর্বে আমি ঢাকা দক্ষিণের মেয়রকে রিক্সায় করে ঠিক যাত্রাবাড়ী থেকে গুলিস্থান হয়ে সিটি কর্পোরেশন পর্যন্ত ভ্রমনের অনুরোধ করবো। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বাধ্য হবেন মুখে রূমাল নিতে, মাঝে মাঝে গর্তে পরে যাবার ভয়ে রিক্সা থেকে নেমে যাবেন, আর শেষ পর্যন্ত যদি সিটি কর্পোরেশন অফিস পর্যন্ত পৌঁছে যান তাহলে অবশ্যই অফিসে ঢুকেই আগে গায়ের জামাটি বদলে নিবেন। এমনই এক ভয়ানক বিপর্যস্ত পরিবেশের মধ্যেই আমাদের জীবন ধারন।
 
বরাবরের মতই বলছি, ঢাকাকে আমার কাছে একটি বড় মাপের ময়লার ভাগাড় ছাড়া অন্য কিছুই মনে হয় না। আর আমরা প্রায় দেড় কোটি মানুষ হচ্ছি এ ভাগারের পোকামাকড়। যে শহরে আমি কলা খেয়ে খোসাটি রাস্তায় ছুড়ে ফেলে দেই, যে শহরে শতশত ফল বিক্রেতা দিন শেষে সকল ময়লা রাস্তায় ফেলে, যে শহরে ম্যানহোল থেকে ময়লা তুলে অথবা রাস্তা কেটে সেটা ম্যানহোল বা সেই কাটা রাস্তার পাশেই রেখে দেয়া হয়, যা আবার রোদে শুকায়, গাড়ির চাকায় পিষ্ট হয়ে ধুলায় রূপ নেয়, ছড়িয়ে পরে শহরময় এবং সর্বশেষ সেই ম্যানহোল, ফেলে দেওয়া আবর্জনা অথবা রাস্তা কাটার ধুলায় রূপান্তরিত ময়লার জায়গা হয় আমার ফুসফুসে। সে শহরের দালান রঙ করা বিলাসিতা ছাড়া আর কিছু হতে পারে না আমার কাছে।
 
ঢাকাকে মানুষ করা যাবে কি না আমি জানি না। হয়তো মুহূর্তেই হাজার কোটি টাকা খরচ করে যানজট কমানো যাবে না। কিন্তু ইচ্ছা করলেই সমন্বিত উদ্যোগে ঢাকাকে আবর্জনা মুক্ত করা সম্ভব। যার জন্য হাজার কোটি টাকার দরকার নেই। দরকার জনগণকে সচেতন করা, যেখানে সেখানে ময়লা ফেলা সম্পূর্ণ রূপে নিষেধ করা, আর সব থেকে বড় দরকার সরকারের ভাঙ্গা রাস্তা ঠিক করে যেখানে সেখানে ময়লা আর কাটা রাস্তার মাটি ফেলা বন্ধ করা। যেখানে সিটি কর্পোরেশন অথবা সরকার নিজেই পরিবেশ নষ্ট করছে সেখানে সাধারণ জনগণকে ভালো হতে বলারও কোনো যুক্তি দেখি না।
 
পরিচ্ছন্ন ঢাকা গড়তে শুধু কঠিন উদ্যোগের প্রয়োজন। যে উদ্যোগের জন্য সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা খরচের প্রয়োজন নেই। বরং ঢাকার আবর্জনা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসা গেলে কমে যাবে সিটি কর্পোরেশনের খরচ। কমে যাবে মানুষের অসুস্থ হবার হার। তাই দালান রঙ করার পরিবর্তে শহরের ধুলা আবর্জনা কিভাবে পরিষ্কার করা যায় সে উদ্যোগ নিলে সাধারণ জনগণকে পাশে পাওয়া যাবে বলেই মনে হয়। কে চায় বলুন ময়লার মধ্যে বেঁচে থাকতে?
 
সজীববুরীর ব্লগ থেকে
 
বিবার্তা/এমহোসেন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com