জীবন! সেতো একটা চলন্ত ট্রেন...

জীবন! সেতো একটা চলন্ত ট্রেন...
প্রকাশ : ১৭ মার্চ ২০১৬, ২০:৫৮:৪৫
জীবন! সেতো একটা চলন্ত ট্রেন...
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ঝকঝক করে ছুটে চলেছে ট্রেন। ট্রেনের গতির বিপরীতে বসলে একটা জিনিস অন্তত বোঝা যায় আমরা সামনে এগুচ্ছি আর পেছনে অনেক কিছু ফেলে আসছি। যা অনেক আপন তাকেও আমরা একসময় অগ্রাহ্য করছি, সে জিনিসটা ছাড়া বাঁচতে শিখছি। অনেক ঠুনকো আমাদের জীবন। যদি হটাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সব হিসেব নিকেশ শেষ হয়ে যাবে। জীবনের কোনো দাবি তখন আর অবশিষ্ট থাকবে না...
 
জীবনের প্রতিটা পর্যায়ে নিজের অহমকে অনেক পাত্তা দেই আমরা। মনে করি আমি কেন নিচু হব ...? যেকোনো সম্পর্কের চেয়ে নিজের অহমকেই আমরা বেশি ভালোবাসি... আর যে তার অহম, আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে বারবার ছুটে আসে তাকে আমরা ছোট করে দেখি, তাকে অপমান করার কোনো সুযোগ আমরা হাতছাড়া করতে রাজি নই।
 
অনেক ভালো থাকি কাছের মানুষটাকে ছাড়া ...কিন্তু সত্যি কি আমরা ভালো থাকি ? কখনোই কি ভেতরটা সেই পরিচিত নামটা ডেকে ওঠে না ?
 
কখনোই কি মনে হয় না সত্যি কিছু একটা পেছনে ফেলে এসেছি ঠিক ট্রেনটার মত।অবিরত ছুটে চলেছে জীবনের অনেক কিছু পেছনে ফেলে...
 
আবদুল্লাহ তুহিনের ব্লগ থেকে...
 
বিবার্তা/মহসিন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com