সকলে সেঁজেছে নতুন সাঁঝে
বাঁজছে চারদিকে ঢোল আর ঢাক
উঠেছে আকাশে ভোরে নতুন সূর্য
উড়ছে পাখীরা ঝাঁকে ঝাঁক
গাইছে তারাও নতুন সুরে গান
শুনে সে গান জুড়ায় অন্তর আর প্রাণ।
পড়েছে ছেলে মেয়ে নতুন জামা
মেয়েরা হলুদ সাদা, ছেলেরা লুঙ্গী পাঞ্জাবী আর পাঞ্জমা
কেহ বা মাথায় বেঁধেছে নতুন গামছা
বাংলার ঘরে ঘরে চলছে রঙ তামছা ।
আজ মোরা সকলে বেড়াবো ঘুরে
নতুন বছরের নতুন দিনকে নেব বরণ করে ।
আহা! এই শুভক্ষনে
এই শুভ দিনে
সকল রাগ যায় যেন ঝড়ে
আনন্দে মেটে উঠে যেন মূখুরে ।
হয়না যেন কোন দুঃখের সৃষ্টি
ঝড়ে না যেন কারো চোখ দুঃখের বৃষ্টি ।
হয়না যেন কোন কলঙ্কের দাগ
হয়না যেন কারো দৃষ্টির রাগ অনুরাগ ।
প্রতিটি মা বোন যেন পায় সম্মান
কারো যেন এতটুকও হয়না অপমান
মনে রাখবো আমরা তাদের ভাই
অথবা তারাই আমাদের বোন বা সন্তান ।।
বিবার্তা/এমহোসেন