চালকের ঘুম:কিছু জীবন শেষ: নিজ অভিজ্ঞতা

চালকের ঘুম:কিছু জীবন শেষ: নিজ অভিজ্ঞতা
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৬, ১৫:২২:১৩
চালকের ঘুম:কিছু জীবন শেষ: নিজ অভিজ্ঞতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
চালকের ঘুমের কারণে কাল রংপুরে কী মারাত্মক দুর্ঘটনা ঘটেছে! কত জীবন শেষ হয়ে গেছে, কত মানুষ এখনো আহত হয়ে ছটফট করছে! এক্ষেত্রে চালকের দোষ নয় দোষ মালিকের! কারণ লং রুটের বাসে মালিকেরা অল্টারনেট চালক রাখে না বললেই চলে! যে চালক নাইট কোচ চালিয়ে আসে, সেই চালক-ই ডে কোচ চালিয়ে যায়!
 
৯৯% গাড়িতে এই ব্যবস্থা!! এখন তাহলে ভেবে দেখুন, যে চালক সারারাত গাড়ি চালিয়ে এসেছে সেই চালক রেস্ট না নিয়ে কিভাবে আবার দিনের বাস চালিয়ে এত দূরের পথে জেগে থাকবে! সে চালক তো ঘুমে দুলবেই ! আবার কিছু বেপরোয়া চালক আছে যাদের কারণে এসব দুর্ঘটনা ঘটে! 
 
> নিজ অভিজ্ঞতায় দিনাজপুর-ঢাকা যাতায়াতের ক্ষেত্রে নাবিল পরিবহনে বেশির ভাগ সময়-ই দেখেছি, যে চালক নাইট কোচ চালিয়ে আসলো, সেই চালক-ই ডে কোচ চালিয়ে নিয়ে যাচ্ছে! কতবার আক্সিডেন্ট হতে হতে বেঁচেছি ! কয়েকবার আঘাত পেয়েছি, শুধু চালকের ঘুমে ঢুলুনীর কারণে আর বেপরোয়া চালানোর কারণে! 
 
>>এসবের সমাধান করে না বাস মালিকেরা! আবার দোষ করলে চালকেরও শাস্তি হয় না তেমন... তাইলে আর কী... বাসে উঠলে মরতে পারি এই ভাবনা নিয়েই আমাদের বাসে যাতায়াত করতে হবে! 
 
ইস্পিতার চৌধুরীর ব্লগ থেকে
 
বিবার্তা/মহসিন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com