গৌরচন্দ্রিকা ছাড়াই বলা যেতে পারে, পুরুষ একটি জন্তুবিশেষ। জীবনের বিভিন্ন স্তরে সে বিভিন্ন জন্তুতে রূপ নিতে পারে! প্রথমে সে হয়ে যায় একটি ছোট্ট মেষশাবক। তারপর ছাগলছানা অথবা গরুর বাছুর। বয়স বাড়ার সাথে সাথে সে হতে পারে কুকুর ছানা, ভোদড় অথবা ছুঁচো!
যৌবনে সে একজন যুবতীর সঙ্গে পরিচিত হয় আর যুবতী তাকে বাঁদর নাচায়! কিছু সময়ের জন্য সে মর্দা হরিণে পরিণত হয়। তারপর সে বিয়ে করে। বিয়ের পর সে ছাগল অথবা ভারবাহী খচ্চরে পরিণত হয়। মাঝে মাঝে সে একটি ছোট্ট কোকিল বনে যায়। আর বৃদ্ধ বয়সে সে পরিণত হতে পারে একটি বিশ্বস্ত পুরনো কুকুর অথবা বুড়ো ধূর্ত শেয়ালে।
হাঁ, পুরুষ জীবনের নানা বাঁকে নানা জন্তুতে রূপ নেয় বা নিতে পারে। জন্তু খোলস পাল্টাতে পারে না তবে পুরুষ পারে।
বাকিটুকু একটু পরে বলছি.......।
বিবার্তা/জিয়া