উত্তরাধিকারের বৃত্তটা দিন দিন পাকাপোক্ত হচ্ছে। রাজনীতিও সিন্ডিকেটের কব্জায়। মূল্যবোধ, একাত্তরের চেতনা সব ঠাঁই নিয়েছে বক্তৃতায়, কাগজের কালো অক্ষরে।
সামাজিক ক্যানভাসে ভাসে বিশাল এক দাবার ছক। চালের কসরতে এখানে বেড়ালরা বাঘ বনে উতরে যায় আর ভুল চালে কত বাঘ বেড়াল সেজে ঘরের কোণে সঙ্গোপনে কল্কে টানে।
মনে পড়ে বন্ধু ইকবাল করিম রিপনের কবিতার সেই পংক্তিগুলো:
‘তোমরা বাসন-কোসন চেনো
মাটির সানকি।
আর ওরা বলে তিনশো আসন
ভাগাভাগি হবে!
আজ এই হবে, কাল সেই হবে
পরশু হরতাল-মিছিল।
কি আর হবে?
চিরকাল আকালের সাথেই তো
করেছি বসবাস।’
জিয়াউদ্দিন সাইমুমের ব্লগ থেকে
বিবার্তা/জিয়া