অরব অন্ধকার, কুটিল অন্ধকার, কোমল অন্ধকার, শীতল অন্ধকার, ঝিমানো অন্ধকার, চাপ-চাপ অন্ধকার, তরল অন্ধকার, নিথর অন্ধকার, স্নিগ্ধ অন্ধকার অথবা মনের অন্ধকারের রূপই বা কেমন?
সামহয়ারে নাকি রয়েছে আলোকিত অন্ধকার!!!
অথচ আলোর মিছিলটা ভারীই হতে চায়।
অন্ধকারে অন্ধ দ্বন্দ্ব যেমন জমে না, তেমনি ‘অন্ধ অন্ধকারের’ আলোর পিপাসাটাও হয় মেকি। তারপরও পুঞ্জিত নিঃশব্দ প্রশান্ত দুঃখের মতো কিছু সান্দ্র সুনিবিড় অন্ধকার জীবনের ঘাটেঘাটে লেপ্টে থাকে। এ অন্ধকারও হয়তো তাড়ানো যায়। কিন্তু মনের অন্ধকার?
হায়! বালতি বালতি তরল অন্ধকার প্রতিদিন কে যেন ঢেলে দেয় আলোকিত সামুর বুকে!
সময় ডানা নাড়ে। আলোর গান গায়। যন্ত্রণার ভেতর থেকে নতুন জীবন আসে। এটাই আমাদের আলোকিত অন্ধকার, এটাই আমাদের সামু!!!
জিয়াউদ্দিন সাইমুমের ব্লগ থেকে
বিবার্তা/জিয়া