ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদে অনেক তাৎপর্যপূর্ণ ও কৌতুকপ্রদ কাহিনী বা তত্ত্বকথার বর্ণনা রয়েছে।
এমন একটি তত্ত্বকথায় বলা হয়েছে: আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস সৃষ্টি করেছেন। যেমন পাথর। পাথর শক্তিশালী, কিন্তু লোহার সাহায্যে পাথর ভাঙা যায়। লোহা শক্তিশালী কিন্তু আগুন তাকে নরম করতে পারে। আগুন শক্তিশালী কিন্তু পানি তাকে নিভিয়ে দিতে পারে।
পানি শক্তিশালী কিন্তু মেঘ তাকে বহন করতে পারে। মেঘ শক্তিশালী কিন্তু বাতাস তাকে উড়িয়ে নিতে পারে। বাতাস শক্তিশালী কিন্তু মানুষ তা সহ্য করতে পারে। মানুষ শক্তিশালী কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে। ভয় শক্তিশালী কিন্তু মদ তাকে ডুবিয়ে দিতে পারে। মদ শক্তিশালী কিন্তু ঘুম তাকে শান্ত করতে পারে। ঘুম শক্তিশালী কিন্তু মৃত্যু অধিকতর শক্তিশালী।
জিয়াউদ্দিন সাইমুমের ব্লগ থেকে
বিবার্তা/জিয়া