প্রিয় ব্লগার কালপুরুষের এক পোস্টে এক মন্তব্য করেছিলাম: নারী বিয়ের আগে বাপের ‘বশ’, আর বিয়ের পরে স্বামীর ‘বস’। আর স্ত্রী মাসের শুরুতে ‘সঙ্গী’ কিন্তু মাসের শেষে ‘জঙ্গী’।
নেটে মন্তব্যটা কেন জানি বারবার পড়ছিলাম। পেছনে দাঁড়িয়ে গিন্নিও যে পড়ে নিচ্ছিল, তা খেয়াল করিনি। শেষে প্রসন্ন হাসির দ্যুতি ছড়িয়ে বলল: ‘আসলে মেয়েরা একটু হিসেবী, এই যা। টাকা কটা সরিয়ে রাখি বলে মাসের শেষে তোমার দিনটা ভালো করেই চলে।’
মাথা নেড়ে সম্মতি দিলাম। তবে মাথায় ঘুরছিল সেই পুরনো কৌতুক:
স্বামী: আমাদের হানিমুন পর্বতো শেষ! এবার ঘর গোছানোর পালা। তুমি ঘরের কি হতে চাও? সভাপতি নাকি সহ-সভাপতি?
স্ত্রী: কোনটাই নয়। আমি হবে স্রেফ কোষাধ্যক্ষ!
জিয়াউদ্দিন সাইমুমের ব্লগ থেকে
বিবার্তা/জিয়া