ভারতীয় উপমহাদেশে ঘড়ি প্রচলনের আগে দিনরাতকে ৬০ ঘটিকা বা দণ্ডে ভাগ করে সময় নির্ণয় করা হতো। একটি নির্দিষ্ট আয়তনের ঘটি জলে পূর্ণ হতে যে সময় লাগতো, তাকেই বলা হতো এক ঘটিকা বা এক দণ্ড।
আধুনিক কালের হিসাবে এক ঘটিকা ২৪ মিনিটের সমান। অথবা বলা যায়, আগের দিনের আড়াই ঘটিকা (২৪+২৪+১২=৬০) বর্তমানের এক ঘণ্টার সমান। উপমহাদেশীয় সময়ের এই ঐতিহ্যটি আজও ধারণ করে আছেন এদেশের রাজনৈতিক ও ধর্মীয় ক্যাম্বাসাররা।
তাদের ভাষায়, ‘আগামীকাল বিকাল তিন ঘটিকায় পল্টনে ঐতিহাসিক (এই একটা জিনিস ঘটার আগেই ‘ঐতিহাসিক’ হয়ে যায়) জনসভা অথবা লালবাগ মাদ্রাসায় অত ঘটিকায় ওয়াজ মাহফিল।’
অবশ্য ঘটিকাকে আমরা ঘণ্টা অর্থেই ব্যবহার করি। আমরা উড়োজাহাজ নাইবা বানালাম। আড়াইকে তো একের সমান বানানোর কৃতিত্ব আমাদের আছে। এটাও বা কম কি?
জিয়াউদ্দিন সাইমুমের ব্লগ থেকে
বিবার্তা/জিয়া