তুমি ছিলে আঁখিপল্লবে। মিশেছো মোর নিশিত আরোহে। বেসেছিলাম ভালো এক প্রান্তরে। কাছে নেই তুমি আমার কোন প্রান্তরে। খোলা চোখে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম। বাস্তবে তোমার স্পর্শ থেকে আজ দূরে রয়ে গেলাম।
জানি না কেন তোমায় চাই, ভাললাগা হলে ভুলে যেতাম, কিন্ত অনেকটা বেশি ভালবাসি বলে একাই রয়ে গেলাম। শুনেছিলাম কোথাও, ভালবেসে ভালবাসা কে সারাজীবনের জন্য পাওয়াকে বলে ভাগ্য। আর এক তরফা ভালবেসে ভালবাসা না পাওয়াকে বলা হয় ভালবাসা।
আমি কি পেলাম? কী জানি যাকে আমি এতো চাই সে আমাকে চায় কিনা? কী জানি যাকে আমি এতো ভালবাসি সে আমাকে ভালবাসে কিনা? একটু না হয় ভালবেসেই দেখতে যে, আমি তোমাকে কতটা চাই। একটু না হয় বিশ্বাস করেই দেখতে যে, আমি তোমাকে কতটা ভালবাসি।
জানি বাসবে না, জানি বিশ্বাস করবে না, জানি কাছে আসবে না। কিন্তু আমিতো চাই তোমাকে আমার কাছে, আমিতো চাই তোমাকে ভালবাসতে, আমিতো চাই তোমাকে একটু বিশ্বাস করতে। ভালো যদি নাই বাসো এক বার বলে যাওয়া তোমাকে ভুলে যেতে, একবার বলে যাও তোমাকে নিয়ে স্বপ্ন না দেখতে।
পারি না তোমাকে ছারা থাকতে, পারি না তোমাকে ভুলে যেতে। তাইতো বার বার বলি হাজার বার বলি- ফিরে আসো ওগো ফিরে আসো। একটু না হয় ভালোবেসেই দেখো।
ইয়াসমিন ইমুর ব্লগ থেকে
বিবার্তা/জিয়া