ঘরে তুমি যতোই মমতাময়ী, আবেগী হও না কেন, ফেসবুকে যতোই হও চেতনাবাদী, জাগ্রত... এই শহরে তোমাকে চলতে হবে নির্বিকার হয়ে। আর তুমি যদি হও ‘মেয়ে’ মানুষ... তাহলে তো তোমাকে অনুভূতিহীন হতেই হবে। হেল্পার টেনে তোমাকে বাস উঠিয়েছে; তুমি কৃতজ্ঞ হও।
এরপর ড্রাইভার যদি হেল্পারকে ডেকে জিজ্ঞেস করে, ‘কিরে, খাড়ায়া গেছে!!!!" তাতে রিঅ্যাক্ট করার কি আছে???? তোমার পাশের সিটে বসা আমিও ‘মেয়ে’ মানুষ। আমার লাগেনি, তোমারও গায়ে লাগলো না।
এভাবেই কিচ্ছুতে আমাদের কিছু যায় আসে না। এসবের জন্য কোনো প্রতিবাদ, বিচার, শাস্তির বিধান নাই। চলতে হবে এই শহরে, এভাবেই! তার ওপর ছোটোবেলা থেকে তো এটাই শিখে আসছি, ‘মেয়ে’ মানুষের সবকিছুর সঙ্গে ‘মানিয়ে’ চলতে হয়। তা-ই চলছি..।
আদর রহমানের ব্লগ থেকে
বিবার্তা/জিয়া