‘মেয়ে’ মানুষের ‘মানিয়ে’ চলতে হয়

‘মেয়ে’ মানুষের ‘মানিয়ে’ চলতে হয়
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৬, ০৮:৫৪:০৬
‘মেয়ে’ মানুষের ‘মানিয়ে’ চলতে হয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ঘরে তুমি যতোই মমতাময়ী, আবেগী হও না কেন, ফেসবুকে যতোই হও চেতনাবাদী, জাগ্রত... এই শহরে তোমাকে চলতে হবে নির্বিকার হয়ে। আর তুমি যদি হও ‘মেয়ে’ মানুষ... তাহলে তো তোমাকে অনুভূতিহীন হতেই হবে। হেল্পার টেনে তোমাকে বাস উঠিয়েছে; তুমি কৃতজ্ঞ হও। 
 
এরপর ড্রাইভার যদি হেল্পারকে ডেকে জিজ্ঞেস করে, ‘কিরে, খাড়ায়া গেছে!!!!" তাতে রিঅ্যাক্ট করার কি আছে???? তোমার পাশের সিটে বসা আমিও ‘মেয়ে’ মানুষ। আমার লাগেনি, তোমারও গায়ে লাগলো না। 
 
এভাবেই কিচ্ছুতে আমাদের কিছু যায় আসে না। এসবের জন্য কোনো প্রতিবাদ, বিচার, শাস্তির বিধান নাই। চলতে হবে এই শহরে, এভাবেই! তার ওপর ছোটোবেলা থেকে তো এটাই শিখে আসছি, ‘মেয়ে’ মানুষের সবকিছুর সঙ্গে ‘মানিয়ে’ চলতে হয়। তা-ই চলছি..।
 
আদর রহমানের ব্লগ থেকে
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com