ছাগলের নাকে কয়েক ফোঁটা সর্ষের তেল মাখিয়ে দিলে দিনভর ছাগল সেই তেল চাটতে থাকে। পাতাও খায় না, জায়গা ছেড়ে নড়েও না।
গত ৪৫ বছর ধরে আমাদের নাকে এই রকম তেল মাখিয়ে রাখা হয়েছে। কখনো মুক্তিযুদ্ধের নতুন নতুন ইতিহাস তৈরি করে, কখনো বাঙালি-বাংলাদেশী বিতর্ক তুলে, কখনো গাজা-ফিলিস্তিন ইস্যু হেডলাইনে রেখে, কখনো সংখ্যালঘু ইস্যু জিইয়ে রেখে, কখনো মুসলমানিত্বের জিগির তুলে, কখনো অমিত সম্ভাবনার দেশ বলে মুখে ফেনা তুলে তুলে।
আবার কখনো ক্রিকেটের একটা জেতা ম্যাচ নিয়ে মাসের পর পর মাস কচকচ করে মিডিয়া এবং রাজনীতিবিদরা আমাদের মতো ১৬ কোটি ছাগলের নাকে তেল মাখিয়ে দেন।
আমরা নাক চাটি আর নাক চাটি। এই ফাঁকে বিক্রি হয়ে যায় আমাদের তেলগ্যাসের ব্লক, টেন্ডারে ওঠে কয়লাখনি, কোনো বিনিময় ছাড়াই তিতাস ভরাট করে চালু হয়ে যায় ভারতের করিডর, সুন্দরবন ধ্বংসের প্রকল্প পাস হয়ে যায়, পাস হয়ে যায় দেশবিরোধী বিভিন্ন চুক্তি। দেশে ঢুকে পড়ে বিটি বেগুন। চাষীর হাত থেকে বীজ চলে যায় বহুজাতিকের হাতে। ৩ শতাংশের শাসন-শোষণ পাকাপোক্ত হয় ৯৭ শতাংশের ওপর। এই ‘নাই নাই দেশ’ থেকে সম্পদ পাচার হয়ে যায় সিঙ্গাপুরে-সুইজারল্যান্ডে।
সৈয়দ আমিনের ব্লগ থেকে
বিবার্তা/জিয়া